Sambad Samakal

Ranita: অতৃপ্ত আত্মা! মেয়েদের আত্মসম্মান রক্ষায় রনিতার এ কী রূপ?

Dec 26, 2021 @ 2:54 pm
Ranita: অতৃপ্ত আত্মা! মেয়েদের আত্মসম্মান রক্ষায় রনিতার এ কী রূপ?

সোমনাথ লাহা

মেয়েদের আত্মসম্মান রক্ষার লড়াইয়ে এবার অবতীর্ণ হতে চলেছেন রনিতা দাস। তাও আবার অতৃপ্ত আত্মা হিসেবে। এমনটাই ঘটতে চলেছে জি বাংলা সিনেমা অরিজিন্যালসের হরর কমেডি ছবি ‘মণিহারা’-তে।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সৌপ্তিক সি। হরর-কমেডি এই ছবিতে রয়েছে রোমাঞ্চের সঙ্গে ভয়ের মিশেল। কাহিনি আবর্তিত হয়েছে তিনজলা গ্রামকে কেন্দ্র করে। এই গ্রামেরই মেয়ে মণিমালা। পণের দাবিতে মাত্র ১৮বছর বয়সেই প্রাণ হারায় সে। তারপর থেকেই তার অতৃপ্ত আত্মা সেই গ্রামে যে বিয়েতে পণ নেওয়া হয়, সেই বিয়ে থেকে বরকে উধাও করে দেয়। ফলে মণিপেত্নীর ভয়ে ভীত হয়ে পড়ে গ্রামের মানুষজন। এমতাবস্থায় এই গ্রামেই এক বিয়েবাড়িতে আগমন ঘটে সূর্যর। নিজের বন্ধু রণজয়ের বিয়ে উপলক্ষে সে এখানে এসেছে। ঘটনাচক্রে রণজয়ের বিয়েতে পণ দেওয়া নেওয়া হ‌ওয়ায় মণিপেত্নী তুলে নিয়ে যায় রণজয়কে। চোখের সামনে এমন ভৌতিক কাণ্ড দেখেও না দমে গিয়ে বন্ধুকে বাঁচাতে জঙ্গলে মণিপেত্নীর বাসের জায়গায় গিয়ে উপস্থিত হয় সূর্য। মুখোমুখি হয় মণিপেত্নীর। তারপর…!!

সূর্য কি আদৌ পারে তার বন্ধুকে বাঁচাতে? কী হয় তার? উত্তর মিলবে জি বাংলার পর্দায়। ছবিতে মণিপেত্নীর চরিত্রে রয়েছেন রনিতা দাস। সূর্যর ভূমিকায় দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে রয়েছেন গৌতম মুখোপাধ্যায়, অবন্তী দত্ত, অমিতাভ আচার্য, সোমা চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়, মিশর বোস, স্বাগতা দাস প্রমুখ।

স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট পিএলটিডি-র ব্যানারে নির্মিত এই ছবির কাহিনি লিখেছেন সৌপ্তিক স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা পদ্মনাভ দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন অম্লান চক্রবর্তী। সম্পাদনায় দীপায়ন রায়। আজ, ২৬ ডিসেম্বর (রবিবার) রাত ৯টায় জি বাংলা সিনেমায় দেখা যাবে ‘মণিহারা’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *