Sambad Samakal

School: আজ খুলছে স্কুল, আপনার সন্তানের স্কুলেও মানা হচ্ছে তো এই বিধিগুলি?

Nov 16, 2021 @ 1:48 am
School: আজ খুলছে স্কুল, আপনার সন্তানের স্কুলেও মানা হচ্ছে তো এই বিধিগুলি?

কোভিডের কারণে টানা দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ মঙ্গলবার খুলছে স্কুল। এদিন থেকেই শুরু হচ্ছে প্রাকটিক্যাল ক্লাসও। করোনা আবহে স্কুল খুললেও ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে স্কুলগুলিকে একগুচ্ছ বিধি মেনে চলার নিদান দিয়েছে রাজ্য সরকার। আপনার সন্তানের স্কুলেও মানা হচ্ছে তো সরকারি এই গাইড লাইন?

১) স্কুল শুরুর ৩০ মিনিট আগে এসে পৌঁছাতে হবে পড়ুয়াদের।

২) দূরত্ব বৃদ্ধি মানতে প্রথম বেঞ্চে দুই কোণায় দু’জন করে পড়ুয়া বসতে পারবে। পরের বেঞ্চে মাঝখানে বসবে একজন পড়ুয়া।

৩) করিডোর ও গেটের সামনে গোল দাগ কেটে দিতে হবে

৪) স্কুলে অভিভাবকরা আপাতত ঢুকতে পারবেন না।

৫) কলেজের পড়ুয়ারা হার, দুল সহ কোন গহনাই পড়রতে পারবে না।

৬) স্কুলে রান্না করা মিড-ডে-মিল দেওয়া হবে না। আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।

৭) খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে।

৮) পড়ুয়ারা স্কুলে টিফিন শেয়ার করতে পারবে না।

৯) বই দেওয়া-নেওয়া করতে পারবে না পড়ুয়ারা।

১০) স্কুলে কোনও জাঙ্কফুড খাওয়া যাবে না।

১১) সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন এক জন করে শিক্ষক।

১২) প্রয়োজনে শিক্ষক, শিক্ষা কর্মীদের এবং পড়ুয়াদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। পাস ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান

১৩) স্কুল হোস্টেল খোলা যাবে, তবে মানতে হবে কড়া কোভিড বিধি।

১৪) হস্টেলে রাখতে হবে আইসোলেশন রুম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *