Sambad Samakal

বাড়ল ব্যবধান, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজে নতুন নিয়ম

May 17, 2021 @ 11:46 am
বাড়ল ব্যবধান, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজে নতুন নিয়ম

ফের কোভিশিল্ডের দ্বিতীয় ডোজে নতুন নিয়ম জারি করল কেন্দ্র। আরও বাড়ানো হল দুটি ডোজের ব্যবধান। রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় ডোজের জন্য কো উইন অ্যাপে আবেদন করা যাবে প্রথম ডোজের ৮৪ দিন পর।
গোড়াতে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল ২৮ দিন পর। পরে টা বেড়ে হয় ৫৬ দিন। এবার তা একলাফে আরও বেড়ে হল ৮৪ দিন। কেন্দ্রের এই বিজ্ঞপ্তির পরেই সমালোচনার ঝড় ওঠে। বারবার এভাবে ভ্যাকসিনের প্রথম থেকে দ্বিতীয় ডোজের সময়ের ব্যবধান বাড়ানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের নম বাতিল হবে না। পাশাপাশি, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পর যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের দ্বিতীয় ডোজের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে

Related Articles