Sambad Samakal

চল্লিশ পেরিয়েও তরতাজা যৌবন! জানুন বলি সুন্দরীদের রহস্য

Jul 24, 2021 @ 8:29 pm
চল্লিশ পেরিয়েও তরতাজা যৌবন! জানুন বলি সুন্দরীদের রহস্য

চল্লিশ পেরিয়েছেন বহুদিন। কিন্তু এখনও শরীরী খাঁজ থেকে ছলকে পড়া যৌবন উষ্ণতা ছড়ায় সমান দীপ্তিতে। মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাডুকোন কিংবা মালাইকা অরোরাদের রূপের আগুনে ঝলসে যান এই প্রজন্মের কিশোর যুবরাও। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন না, বা ওই ঈর্ষণীয় রূপের রহস্য জানতে চান না, এমন নারীও কমই আছেন বোধ হয়। বিভিন্ন সময় মিডিয়ার সামনে নিজেদের এই টানটান রূপের রহস্য সামনে এনেছেন বলি সুন্দরীরা। ফ্যানদের জন্য দিয়েছেন গুরুত্বপূর্ণ টিপসও। জেনে নেব এক নজরে…

১) মালাইকা অরোরা:
বয়স ৪৭ বছর। কিন্তু টানটান সৌন্দর্য এখনও হার মানায় ২৭-এর ভরা যৌবনকেও। নো মেকআপ লুকেও তিনি এই প্রজন্মের বহু যুবকের হার্টথ্রব। মালাইকা জনিয়েছেন, যৌবন ধরে রাখতে সকাল থেকে রাত অবধি প্রতিদিনের ডায়াটে রাখেন স্বাস্থ্যকর খাবার। পাশাপশি ত্বককে তরতাজা রাখতে নিয়মিত অ্যালোভেরার ব্যবহারও করেন তিনি।

২) ঐশ্বর্য রাই বচ্চন:
নিজের ত্বককে সতেজ ও হাইড্রেডেড রাখার জন্য সারাদিনে প্রচুর পরিমাণে জল খান প্রাক্তন বিশ্ব সুন্দরী। সেইসঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজারের ব্যবহার করেন নিয়মিত। তাঁর মতে, বিউটি প্রোডাক্টস এর মধ্যে সবচাইতে ভালো হল ময়েশ্চারাইজার। কারণ, ত্বকের আর্দ্রতাই হল সৌন্দর্যের মূল চাবিকাঠি। সেইসঙ্গে নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্যকর ডায়েটও মেইনটেইন করেন বিগ বি-র পুত্রবধূ।

৩) দীপিকা পাডুকোন:
বলিউডের এই সুন্দরীর প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েট, ক্লিনিজিং তো আছেই। পাশাপশি রাতে শুতে যাবার আগে দীপিকা ত্বককে হাইড্রেট করার জন্য নাইটক্রিম ব্যবহার করেন। কম তেল মশলার খাবার ও যোগা তাঁর যৌবনের গোপন রহস্য।

৪) সোনাক্ষী সিনহা:
কোনও কসমেটিকস প্রোডাক্ট নয়, জেল্লাদার ত্বক পেতে মুখে অ্যালোভেরা ব্যবহার করেন এই অভিনেত্রী। প্রথমে অ্যালোভেরা মুখে ভালো করে ঘষে নিয়ে তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে ফেলেন। করেন নিয়মিত শরীরচর্চা, লো ফ্যাট ডায়েট।

Related Articles