Sambad Samakal

‘ঘরে-বাইরে’র বিমলা’র ‘বেলা শেষ’

Jun 16, 2021 @ 5:05 pm
‘ঘরে-বাইরে’র বিমলা’র ‘বেলা শেষ’

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিখ্যাত নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত’র ঘরনী স্বাতীলেখা আপন পরিচয়েই উজ্জ্বল। সত্যজিৎ রায় পরিচালিত ‘ঘরে বাইরে’ বা সাম্প্রতিক সময়ের ‘বেলাশেষে’ সবেতেই তিনি নিজের প্রতিভার পরিচয় রেখে গিয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনের যবনিকা নামল বুধবার শহরের এক বেসরকারি হাসপাতালে।

স্বাতীলেখা উত্তর প্রদেশের এলাহাবাদে ২২শে মে ১৯৫০-এ জন্মগ্রহন করেন। এলাহাবাদেই মঞ্চ অভিনয়ে হাতেখড়ি। বিভি কারনাথ, তাপস সেন, খালেদ চৌধুরি প্রমুখের সংস্পর্ষে এসে তাঁর অভিনয় প্রতিভা বিকশিত হয়। যা পরবর্তীকালে নান্দীকারে এসে প্রস্ফুটিত হয়। সিনেমায় প্রথম অভিনয় ১৯৮৫ তে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে চলচিত্রে। বিপরীতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো সেরা অভিনেতারা থাকলেও বিমলা চরিত্রে স্বাতীলেখার অভিনয় নজর কাড়ে। যদিও এরপর আর তাঁকে আর রুপোলি পর্দায় দেখা যায় নি। বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘটে সৌমিত্রের বিপরীতে তিন দশক পর ২০১৫ তে বেলাশেষে ছবিতে। তাঁকে ২০১১ তে সঙ্গীত নাটক আকাদেমী সম্মানে সম্মানিত করা হয়।

এই প্রবীণ অভিনেত্রীর প্রয়ানে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles