Sambad Samakal

বিজেপিকে মদতের দায়ে বনগাঁ পুরসভায় অপসারিত শংকর, পদে গোপাল শেঠ

Jun 15, 2021 @ 9:01 pm
বিজেপিকে মদতের দায়ে বনগাঁ পুরসভায় অপসারিত শংকর, পদে গোপাল শেঠ

বড় মাপের রদবদল হল বনগাঁ পুরসভার প্রশাসকমন্ডলীতে। মুখ্য পুর প্রশাসক পদ থেকে সরানো হল শংকর আঢ্যকে। নতুন মুখ্য পুর প্রশাসক হলেন গোপাল শেঠ।
পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর মুখ্য প্রশাসক হিসাবে দায়িত্ব নেন বিদায়ী পুরপ্রধান শঙ্কর আঢ্য। কিন্তু, তাঁর বিরুদ্ধে প্রচুর অনৈতিক কাজ ও দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। শংকর ও তাঁর স্ত্রী জোৎস্না দুজনে টানা ১৫ বছর পুরসভার চেয়ারম্যান ছিলেন। প্রথমে শংকর, পরে জোৎস্না, ফের শংকর চেয়ারম্যান হন। ২০১৯ সালে একবার কাউন্সিলররা বিদ্রোহী হয়ে শঙ্করকে সরিয়ে দেওয়ার দাবি তুলে অনাস্থা আনেন। প্রচুর নাটক ও প্রভাব খাটিয়ে অনাস্থায় জয়ী হন তিনি। কিন্তু গত লোকসভা ও বিধানসভা ভোটে বনগাঁয় বিজেপির ফল খুব ভালো হয়। অভিযোগ, পদ্ম শিবিরকে মদত দিয়েছেন শংকর। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার প্রমাণও রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। মঙ্গলবার তাঁকে সরিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক ও বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে দায়িত্ব দেওয়া হয়। গোপালের বাবা ভূপেন শেঠও ছিলেন বনগাঁর দাপুটে বিধায়ক। এদিন ইমেলে গোপালের কাছে প্রশাসকের দায়িত্ব নেওয়ার নির্দেশ আসে । দু-একদিনের মধ্যেই দায়িত্ব নেবেন বলে জানান গোপাল শেঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবধারায় স্বচ্ছতা রেখে সীমান্ত শহরের উন্নয়ন হবে বলে জানিয়েছেন গোপাল।

Related Articles