Sambad Samakal

অপারেশন ছাড়াই ১০ মাসের শিশুর বুক থেকে বের করা হল ধারাল ব্লেড

May 11, 2021 @ 10:26 am
অপারেশন ছাড়াই ১০ মাসের শিশুর বুক থেকে বের করা হল ধারাল ব্লেড

কোনরকম কাটাছেঁড়া নয়। না কোনো অপারেশন। কেবল যন্ত্রের সাহায্যেই শ্বাসনালীর কাছে আটকে থাকা ব্লেড বেরলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। প্রাণ বাঁচালেন ১০ মাসের শিশুর। বলা যেতে পারে, ন্যূনতম পরিকাঠামোর মধ্যেই অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা।

  ক্যানিং মহকুমা হাসপাতাল সূত্রে খবর, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিশুটির নাম নামিয়া ঘরামি। ক্যানিংয়ের ইটখোলা এলাকার বাসিন্দা এই দশ মাসের শিশুটি রবিবার রাতেই খেলতে খেলতে  একটি অর্ধেক ব্লেড মুখে দিয়ে দেয়। বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই শিশুটি তা গিলে খেলে। মুখ থেকে হালকা রক্ত বেরোয় এবং অসুস্থ হয়ে পড়ে শিশুটি। কিছু বুঝতে না পেরে  রাতেই শিশুটিকে নিয়ে তার বাবা, মা ক্যানিং মহকুমা হাসপাতালে ছুটে আসে। তখন হাসপাতালের জরুরি বিভাগে  চিকিৎসারত ছিলেন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ সিংহ। অবস্থা বুঝে তিনি শিশুটির একটি এক্স- রে করান। সেই এক্স -রে তো দেখা যায় শ্বাসনালীর একেবারে শেষপ্রান্তে  ডানদিকে আটকে আছে একটি ব্লেডের কিছুটা অংশ। বেশ কিছুক্ষণ এইভাবে শরীরের মধ্যে ব্লেড আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ছিল দশ মাসের শিশুটি। তড়িঘড়ি চিকিৎসক শিশুটিকে অপারেশন রুমে নিয়ে যান। তবে কোনরকম কাটাছেঁড়া না করেই বের করে দেন ব্লেডটি। বর্তমানে ঐ শিশুটি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে নাক-কান-গলার চিকিৎসক বিকাশ সিং বলেন, এই কোভিড পরিস্থিতিতে ক্যানিং থেকে কলকাতা পাঠালে শিশুটিকে নিয়ে তার বাবা-মাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হত। তাই ঝুঁকি নিয়েই কাজটি আমরা সম্পন্ন করলাম। এসফাগোস্কপি ব্যবহার করেই শিশুটির বুকের কাছ থেকে ব্লেডটি বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তবে যদি ব্লেড টির গোটা অংশই থাকতো তাহলে বের করা খুব কঠিন হয়ে যেত বলে জানিয়েছেন তিনি।

  ক্যানিং মহাকুমা হাসপাতালের মতো ন্যূনতম পরিকাঠামোর মধ্যে যেভাবে কোনরকম অপারেশন ছাড়াই শিশুটির গলা থেকে  ব্লেড বের করেছেন চিকিৎসকেরা, তাতে তাঁদের কুর্নিশ জানিয়েছেন শিশুটির বাবা-মা সহ ওই হাসপাতালে থাকা অন্যান্য রোগীর পরিজনেরাও।

Related Articles