Sambad Samakal

শোভনকে খুন করে বৈশাখীকে বলির পাঁঠা করবেন রত্না! পুলিশকে চিঠি প্রাক্তন মেয়রের

Jun 18, 2021 @ 8:52 pm
শোভনকে খুন করে বৈশাখীকে বলির পাঁঠা করবেন রত্না! পুলিশকে চিঠি প্রাক্তন মেয়রের

তাঁকে খুন করে বৈশাখী বন্দ্যোপধ্যায়কে বলির পাঁঠা করবেন রত্না। স্ত্রীর বিরুদ্ধে এমনই কড়া অভিযোগে এবার পুলিশের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে শুক্রবার লিখিত ভাবে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে পর্যাপ্ত নিরপত্তা দাবি করেছেন শোভন। শুধু তাই নয়, চার বছর ধরে গোল পার্কের ফ্ল্যাটে তাঁর সঙ্গে থাকা বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জিও জানিয়েছেন পুলিশ কমিশনারের কাছে।
পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে শোভন লিখেছেন, ‘রত্না বলছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমাকে খুনের পরিকল্পনা করছেন। আসলে কিন্তু কত্না চট্টোপাধ্যায়ই সেই চেষ্টা করছেন। কারণ উনি জেনে গিয়েছেন যে আমি সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে করে দিয়েছি। তাই আপনারকে অনুরোধ, আমাকে এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যে কোনও ভাবে হেনস্থা করার ওঁর এই অশুভ অভিসন্ধি পূরণ হতে দেবেন না। আমার নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই পর্যালোচনা করে দেখা উচিত। কারণ আমি বুঝতে পারছি, আমাকে খুন করার চেষ্টা করবেন রত্না চট্টোপাধ্যায় এবং বৈশাখীকে বলির পাঁঠা বানাবেন।’ শোভন আরও লিখেছেন, তাঁর কথায়, ‘রত্না চট্টোপাধ্যায় এখন বিধায়ক। এখন অনেক ক্ষমতা ও বল ওঁর। আমার এবং আমার প্রিয়জনদের ক্ষতিসাধন করতে জঘন্য রাস্তা ধরতে পারেন উনি। আমার এবং আমার প্রিয়জনদের জীবনে যাতে কোনও দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, তার জন্য আপনার হস্তক্ষেপ চাইছি।’ রত্নার বিরুদ্ধে শোভনের অভিযোগ, ‘আগেও বৈশাখীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এখন আবার প্রকাশ্যেই উস্কানিমূলক মন্তব্য করছেন যে, বৈশাখীকে বিদুতের খুঁটিতে বেঁধে মারা উচিত। জেল হেফাজতে থাকাকালীন আমার বর্তমান বাড়িও ঘেরাও করেন। এসএসকেএম-এ নিজের সহযোগী অভিজিৎ মৈত্র এবং সঞ্জয় রাউতকে আমার উপর হামলা করতেও পাঠিয়েছিলেন।’
উল্লেখ্য, শোভন স্থাবর অস্থাবর সব সম্পত্তি বৈশাখীকে লিখে দেওয়ার পর বুধবার রত্না সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, ‘বৈশাখী ও তাঁর অধ্যাপক স্বামী হানিট্র‌্যাপ করে শোভনবাবুর দখল নিয়েছে। দুটোকেই ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো উচিত।’ আশঙ্কা প্রকাশ করে রত্না বলেছিলেন, ‘শোভনবাবুকে ফাঁসানো হয়েছিল সম্পত্তি হাতিয়ে নিতে। সেই কাজটি তো হল। এবার আমার স্বামীকে বাঁচিয়ে রাখা হবে তো? না অন্য কিছু করা হবে তা নিয়েই আমি বেশি চিন্তিত। উদ্বিগ্ন তাঁর নিরাপত্তা নিয়েই। কোনদিন শুনব ওঁর হার্ট অ্যাটাক হয়েছে। এটা আমি পুলিশ ও প্রশাসনের সর্বস্তরে জানিয়ে রাখব।’ রত্নার এই মন্তব্যের পর বৃহস্পতিবার শোভন ও তাঁর নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি লেখেন বৈশাখী। কিন্তু লালবাজারের তরফে বিশেষ কোনও সাড়া মেলেনি। এরপরেই শুক্রবার মাঠে নামলেন শোভন নিজে।
এদিন শোভনের এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায়। এবিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রত্না ও শোভনের ছেলে সপ্তর্ষির কটাক্ষ, ‘উনি এক জন স্বার্থপর মানুষ। নিজের প্রেমজীবন নিয়েই ব্যস্ত।’

Related Articles