Sambad Samakal

মমতার জন্য ভবানীপুরে পদত্যাগ, রাজ্যসভায় শোভনদেব

May 21, 2021 @ 2:57 pm
মমতার জন্য ভবানীপুরে পদত্যাগ, রাজ্যসভায় শোভনদেব

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ ছাড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আজ, শুক্রবারই বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন তিনি। দুপুরে খবর লেখার সময় তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দিতে বিধানসভায় রওনা হয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁর এই ইস্তফা। জানা গিয়েছে, তাঁর ইস্তফার পর উপ নির্বচনে এই কেন্দ্র থেকেই তৃণমূলের প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিশ্বস্ত সৈনিক শোভনদেবকে রাজ্যসভায় পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী।
নন্দীগ্রামে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে ছয় মাসের মধ্যে মমতাকে অন্য কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়ে আসতে হবে। অন্যদিকে, বর্তমানে মমতার মন্ত্রিসভার কৃষিমন্ত্রী শোভনদেব। তবে বিধায়ক পদে ইস্তফা দিলেও আপাতত ছয় মাস মন্ত্রী থাকতে পারবেন তিনি। এদিকে, মানস ভুঁইয়ার পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের একটি আসন ফাঁকা পড়ে রয়েছে। পাশাপাশি শীঘ্রই রাজ্যসভার আরো পাঁচ আসনে নির্বাচন হতে চলেছে। এই অবস্থায় দলের দক্ষ রাজনীতিবিদ তথা প্রবীণ বিধায়ক শোভনদেবকে তৃণমূল রাজ্যসভার সাংসদ মনোনীত করতে চলেছে বলে দলীয় সূত্রে খবর।
উল্লেখ্য, টানা ৫০ বছরেরও বেশি সময় নির্বাচনী লড়াইয়ের সঙ্গে যুক্ত শোভনদেব চট্টোপাধ্যায়। ১৯৯১ সালে বারুইপুরের বিধায়ক নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালেও ফের ওই কেন্দ্রের বিধায়ক হন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পরের বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে জোড়াফুলের টিকিটে প্রার্থী হন এবং জিতে বিধায়ক হন। সেই থেকেই ওই কেন্দ্রের টন বিধায়ক ছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ায় নেত্রীর দীর্ঘদিনের কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হয়ে যেতেন তিনি।

Related Articles