Sambad Samakal

রান্না করে খাবার নিয়ে কোভিড রোগীর পাশে সংগীতশিল্পী ঋদ্ধি

May 13, 2021 @ 3:57 pm
রান্না করে খাবার নিয়ে কোভিড রোগীর পাশে সংগীতশিল্পী ঋদ্ধি

তিনি কেবল পঞ্চকবির গান করেন না, করোনাকালে নিজে রান্না করে অসহায় মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে ফোন করে পাশে থাকার বার্তাও দিচ্ছেন। তিনি বিশিষ্ট সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
বাংলা সংগীত জগতের অন্যতম নক্ষত্র ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সংগীতচর্চার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম লক্ষ্য। করোনাকালেও তিনি পিছিয়ে থাকলেন না। একেবারে হেঁসেলে ঢুকে নিজে রান্না করে অসহায় করোনা রোগীদের মুখে খাবার তুলে দিচ্ছেন পঞ্চকন্যা। দক্ষিণ কলকাতার বাসিন্দা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি সংলগ্ন গড়িয়া, হরিদেবপুর, সন্তোষপুর এলাকায় বেশ কিছু করোনা আক্রান্ত অসহায় পরিবারের দু-বেলা খাবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাঁর কথায়, ‘ভাবছিলাম, এই করোনার সময়ে কিভাবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়। ভেবে ঠিক করলাম, যে পরিবারের সকলে করোনা আক্রান্ত, বাইরে থেকে খাবার কিনে খাওয়ার সামর্থ্য নেই, তাদের মুখে খাবার তুলে দেব।’ অসহায় পরিবারগুলোর জন্য প্রতিদিন নিজেই রান্না করছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তারপর সেই খাবার এক অ্যাপ নির্ভর খাবার ডেলিভারি সংস্থার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
একেবারে সাধারণ খাবার নয়, করোনা রোগীদের যেরকম প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন, সেগুলিই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয়েছে। যেমন- ভাত, রুটি, ডাল, সবজির পাশাপাশি মাছ, মাংস অথবা ডিমের পদ যেমন থাকছে, তেমনই স্যালাড এবং একটি করে ফলও দেওয়া হচ্ছে। আবার নিরামিষাশীদের জন্য সোয়াবিন জাতীয় প্রোটিন, ফুলকপি, শাকজাতীয় খাবার মেনুতে রাখা হয়েছে। পঞ্চকন্যার কথায়, ‘করোনা রোগীদের জন্য হাই-প্রোটিন বিশেষ জরুরি। তাই সেকথা চিন্তা করেই খাবারের মেনু ঠিক করা হচ্ছে।’ খাবার পাঠানোর পাশাপাশি অসহায় মানুষগুলোর সঙ্গে ফোনে কথা বলে তাঁদের পাশে থাকারও বার্তা দিয়ে মানসিক শক্তি বাড়ানোরও উদ্যোম নিয়েছেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

Related Articles