Sambad Samakal

Rupam Islam: রকস্টার রূপম এখন ঔপন্যাসিক

Nov 28, 2021 @ 2:12 pm
Rupam Islam: রকস্টার রূপম এখন ঔপন্যাসিক

‘বেঁচে থাকার গান’ কিংবা ‘এই শ্রাবণ’ থেকে ‘জন্নত জাঁহা’ -র মধ্যে দিয়ে ফুটে ওঠে গল্প। তিনি আর কেউ নন, রূপম ইসলাম। যার হাতে গড়া বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’। রূপমের গানগুলো এক একটা কবিতা। এমনকি ছোট গল্প‌ও বলা যায়। গানের পাশাপাশি লেখার পরিধিটাকেও কিছুদিন ধরেই বাড়িয়েছেন তিনি। আত্মজৈবনিক রচনার পরে ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে রূপমের। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর লেখা উপন্যাস ‘চাঁদনিতে উন্মাদ একজন’। আর‌ও একটি উপন্যাস ব‌ই আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। উপন্যাসটির নাম ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’। নাম শুনে বোঝাই যাচ্ছে নিজের জনপ্রিয় গানের লাইন থেকে উপন্যাসের নাম দিয়েছেন তিনি। তাঁর গানের মতো উপন্যাসগুলিও রহস্য পরিবৃত। আর রূপমের এই দুই উপন্যাসকে একত্রে গেঁথে তৈরি হচ্ছে তাঁর প্রথম উপন্যাসের ব‌ই। রূপমের কথায়, ” আমার প্রথম উপন্যাস ব‌ই আকারে প্রকাশের সময় দেখা গেল সেটা ব‌ই হিসেবে কম দৈর্ঘ্যের হচ্ছে। তাই ‘চাঁদনিতে উন্মাদ একজন’ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই সিরিজের দ্বিতীয় উপন্যাস ‘অনামিকা…’ লেখা শুরু করলাম।” রূপমের এই রহস্যাবৃত থ্রিলারে তাঁর সৃষ্ট ‘ব্রহ্মঠাকুর’ থাকছেন। এর চাইতে বেশি কিছু এখন‌ই খোলসা করে বলতে চান না লেখক রূপম ইসলাম। তবে ‘অনামিকা..’ রহস্য সমাধান করতে এবং এক‌ইসঙ্গে একত্রে দুই উপন্যাস গাঁথা এই ব‌ই পড়ার জন্য অপেক্ষা করতে হবে ব‌ইমেলা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *