Sambad Samakal

Social Media: হোয়াটস অ্যাপের গোপনীয়তা বাড়ছে, জানালেন জুকারবার্গ

Sep 10, 2021 @ 10:39 pm
Social Media: হোয়াটস অ্যাপের গোপনীয়তা বাড়ছে, জানালেন জুকারবার্গ

হোয়াটসঅ্যাপ চ্যাটের গোপনীয়তা ও নিরাপত্তা বাড়ছে। ঘোষণা করলেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ।

ফেসবুক পোস্টে জুকারবার্গ জানান, ‘আমরা হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াচ্ছি। যাঁরা গুগল ড্রাইভ বা আইক্লাউডে হোয়াটসঅ্যাপ চ্যাট সংরক্ষণ করে রাখতে চান, তাঁদের জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপই বিশ্বের প্রথম মেসেজিং সার্ভিস, যা মেসেজের গোপনীয়তা তো বজায় রাখছেই, একইসঙ্গে চ্যাট সংরক্ষণ করারও সুবিধা দিচ্ছে। এর জন্য প্রযুক্তিগত উন্নতি করতে হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এটা করা সহজ ছিল না। তবে আমরা সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি।’

কীভাবে এই প্রযুক্তিগত উন্নতি সম্ভব হল? সেকথা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করেন জুকারবার্গ। তিনি জানিয়েছেন, ‘যাঁরা জানতে চাইছেন, আমরা কীভাবে এই প্রযুক্তিগত উন্নতি করতে পেরেছি? তাঁদের জন্য আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি। এছাড়া ইঞ্জিনিয়ারিং ব্লগও প্রকাশিত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের নিরাপত্তা নিয়ে প্রযুক্তিগত যাবতীয় খুঁটিনাটি এই ব্লগে আছে। যে কেউ সেটা দেখে নিতে পারেন।’

Related Articles