Sourav Ganguly: বায়োপিক! রোমাঞ্চিত দাদা

Sourav Ganguly: বায়োপিক! রোমাঞ্চিত দাদা

শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর এবার তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। বড় পর্দায় চোখ রেখে কোটি কোটি দর্শক জানবেন তাঁর জীবনকথা। ভেবেই ভালোলাগার নস্টালজিয়ায় ডুবলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বায়োপিকটি প্রযোজনা করছে লাভ ফিল্মস। বাইশ গজের মহারাজের ভূমিকায় অভিনয় করতে পারেন হৃত্বিক রোশন অথবা রণবীর কপূর। কবে থেকে ছবির শুটিং শুরু হবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি।

বৃহস্পতিবার বাংলার ‘দাদা’র বায়োপিক তৈরির এই খবর সামনে এনেছে লাভ ফিল্মস। আর তারপরই প্রতিক্রিয়া দিয়েছেন দাদা নিজেই। টুইটারে সৌরভ লেখেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, মাথা উঁচু করে এগিয়ে যেতে সাহায্য করেছে, একটা উপভোগ্য জীবন দিয়েছে। সেই সফর নিয়ে ছবি করবে লাভ ফিল্মস। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন। এটা জেনে রোমাঞ্চিত হচ্ছি।’

Related Articles