Sambad Samakal

Success of Bengal: বিদ্যুৎ উৎপাদনে দেশে সেরা বাংলার তাপবিদ্যুৎ কেন্দ্র

Sep 23, 2021 @ 10:06 pm
Success of Bengal: বিদ্যুৎ উৎপাদনে দেশে সেরা বাংলার তাপবিদ্যুৎ কেন্দ্র

বাংলার গর্বের মুকুটে ফের নয়া পালক। বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম দশে রয়েছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রও। চলতি বছরের এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই বিদ্যুৎকেন্দ্রগুলি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে, তার নিরিখেই এই সাফল্য। বৃহস্পতিবার টুইট করে রাজ্যের এই সাফল্যের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উলেখ্য, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি দেশে কোন কেন্দ্র সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করছে, তার হিসেব রাখে এবং দেশের বিদ্যুৎকেন্দ্রগুলির র‌্যাঙ্কিং দেয়। এই সংস্থাই জানিয়েছে, WBPDCL-এর অধীনস্থ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের মধ্যে যত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার মধ্যে এপ্রিল থেকে আগস্টের মধ্যে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “বিদ্যুৎ-পরিবারে সার্বিক সাফল্য এবং টিমের পরিশ্রমের ফসল। এই সম্মান দফতরের ইঞ্জিনিয়ার এবং প্রতিটি কর্মীকে আরও উৎসাহিত করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *