Sambad Samakal

গুরুত্বহীন দিলীপ, মোদি-শুভেন্দু বৈঠকে চূড়ান্ত বঙ্গ বিজেপির আগামীর রোডম্যাপ

Jun 9, 2021 @ 5:42 pm
গুরুত্বহীন দিলীপ, মোদি-শুভেন্দু বৈঠকে চূড়ান্ত বঙ্গ বিজেপির আগামীর রোডম্যাপ

গুরুত্বহীন দিলীপ, মোদি-শুভেন্দু বৈঠকে চূড়ান্ত বঙ্গ বিজেপির আগামীর রোডম্যাপ

গত তিন বছরে এই প্রথম বাংলার কোনও বিজেপি নেতার সঙ্গে একান্তে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে তিনি প্রায় ৪০ মিনিট বৈঠক করেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। সূত্রের খবর, বৈঠকে আগামী দিনে বাংলায় দল কোন পথে এগোবে, তার রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। ফের সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক বুঝিয়ে দিচ্ছে, এবার থেকে দিল্লি বাংলা নিয়ে নন্দীগ্রামের বিধায়কের সঙ্গে আলোচনা করেই চলবে। তাতে যদি দিলীপকে সরিয়ে শুভেন্দুকেই রাজ্য সভাপতি করতে হয় তাতেও পিছপা হবেন না মোদি-শাহরা।
ইতিহাস বলছে, অন্তত গত দুই দশকে বাংলার কোনও বিরোধী দলনেতার সঙ্গে এভাবে ৪০ মিনিট ধরে একান্ত বৈঠক করেননি কোনও প্রধানমন্ত্রী। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন চলার সময় অনেক চেষ্টা করেও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাক্ষাতে সফল হননি বিরোধী দলনেতা। কিন্তু মাত্র তিন সপ্তাহ আগে বিরোধী নেতার দায়িত্ব পাওয়ার পর প্রথমে কলাইকুন্ডলায় ত্রাণ বৈঠকে এবং এবার দিল্লিতে মোদির সঙ্গে একান্তে আলোচনা করলেন শুভেন্দু। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় বা বাংলার কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও এভাবে একান্তে বৈঠক করতে দেখা যায়নি প্রধানমন্ত্রী মোদিকে। ফলে রাজনৈতিক মহলের মতে, এদিন শুভেন্দুর সঙ্গে নজির ভেঙে তাঁর এই দীর্ঘ বৈঠকই বুঝিয়ে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে শুভেন্দুর বাড়তি গুরুত্বের বিষয়টি। জল্পনা, আগামী দিনে রাজ্য বিজেপির কান্ডারি হয়ে উঠতে চলেছেন শুভেন্দুই, এদিনের এই ঘটনায় বিজেপি শীর্ষ নেতৃত্ব কার্যত সেই ইঙ্গিতই দিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন শুভেন্দু। ফের বিকেল পাঁচটায় দ্বিতীয় দফায় শাহ-শুভেন্দু বৈঠক রয়েছে। রাতে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক করবেন বাংলার বিরোধী দলনেতা।
তার আগে এদিন দিল্লিতে বাংলার বিজেপি সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খাঁর সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু। সৌমিত্র খাঁর বাড়িতেই বৈঠক হয়। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপির বৈঠকের পর এদিন দিল্লি যান অর্জুন, সৌমিত্ররা।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকেও বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দেন শুভেন্দু।

Related Articles