Sambad Samakal

Covid: জোড়া ভ্যাকসিন নিয়েও করোনায় প্রয়াত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

Aug 25, 2021 @ 5:43 pm
Covid: জোড়া ভ্যাকসিন নিয়েও করোনায় প্রয়াত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

জোড়া ভ্যাকসিন নিয়েও রেহাই মিলল না। করোনা আক্রান্ত হয়েই প্রয়াত হলেন প্রখ্যাত হলেন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১টা নাগাদ কলকাতার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

জুলাই মাস থেকে  তিনি হাসপাতালে ভরতি ছিলেন। পরবর্তী সময়ে শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হতে থাকায় একমো (ECMO) সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না। বুধবার দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত এই তবলিয়া। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ বাংলার সংগীত মহল।

পরিবার সূত্রে খবর, গত জুন থেকে তিনি করোনায় আক্রান্ত হন। তার আগে অবশ্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল। তারপরেও ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি ত্রাণ তহবিলও তৈরি করেন তাঁর অনুরাগীরা। সেই টাকায় চিকিৎসা চলছিল। পরবর্তীতে একমো সাপোর্টে রাখা হয়। কিন্তু প্রায় দু মাস ধরে চিকিৎসা চালিয়েও বাঁচানো গেল না।

Related Articles