Sambad Samakal

ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা অন্তত ৫০

Jan 13, 2022 @ 10:47 pm
ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা অন্তত ৫০

স্বপ্নরেখা সেনশর্মা

জলপাইগুড়ি জেলার ময়ানগুড়ির দোমোহনি বিভাগে বৃহস্পতিবার বিকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পঞ্চাশ জন রেলযাত্রীর তাঁদের মৃত্যু হয়েছে। লাইনচ্যুত হয়ে গিয়েছে আসামমুখী আপ বিকানীর-গৌহাটি এক্সপ্রেস। একটির উপর আরেকটি বগি উঠে গিয়েছে। অন্তত ১২টি বগি লাইনচু্যত হয়েছে। এর মধ্যে ছয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটি বগি আবার পাশের জলাশয়ে পড়েছে বলে স্থানীয় রেলের ডিভিশনাল ম্যানেজার স্বীকার করেছেন। ভারতীয় সময় রাত আটটা পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেলের উদ্ধারকারী দলের শীর্ষকর্তার দাবি, অন্তত ৫০ জন যাত্রীর মৃতু্য হয়েছে। জখম যাত্রীদের সংখ্যা শতাধিক। জলপাইগুড়ি ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের কোভিড সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে পঁাচটা নাগাদ সেই সময়ই ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পান তিনি। সূত্রের খবর, সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারি আধিকারিকদের থেকে গোটা বিষয়টির খোঁজ নেন মমতা। দ্রুত উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন তিনি। ঘটনাস্থলে পুলিশের আইজি ও জেলাশাসক মৌমিতা বসুকে পাঠিয়ে দেন। জলাপাইগুড়ি হাসপাতাল থেকে ৩০টি অ্যাম্বূুল্যান্সও ঘটনাস্থলে পাঠিয়েছেন মমতা। পরে রাতেও ফের দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীও।
রেলসূত্রে খবর, বিহারের পটনা থেকে গুয়াহাটিগামী ওই এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়িতে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি ভয়ানকভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের গ্যাসকাটার দিয়ে বগি কেটে কেটে লাশ বের করা হচ্ছে। তবে জেলাশাসক মৌমিতা ঘটনাস্থল থেকে টেলিফোনে জানান, “কামরার মধ্যে এখনও অনেক জীবিত যাত্রী রয়েছেন। তঁাদের আশ্বস্ত করে ধীরে ধীরে বাইরে আনার চেষ্টা হচ্ছে।” রাত হয়ে যাওয়ায় উদ্ধারকার্য কিছুটা বিঘ্নিত হচ্ছে ঠিকই। তবে জেনারেটর ও লাইট লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ।
দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার সময় রেল লাইনের কী অবস্থা ছিল, দুর্ঘটনার জেরে কামরাগুলিতে কী প্রভাব পড়েছে এবং সেগুলি কতটা দূরে ছিটকে পড়েছে তা প্রাথমিক ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি তৈরির প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, ‘‘ খুবই বড় ও ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান পৌঁছে গিয়েছে। ডিআরএম-রাও ঘটনাস্থলে থেকে উদ্ধারকার্য পরিচালনা করছেন।’’ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি থেকে অনেকে নিজে বার হয়ে এসেছেন। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দলও। ইতিমধ্যেই আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের জখমদের করা হয়েছে।
ভারতীয় রেলের পূর্ব রেল বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী কলকাতায় জানিয়েছেন, ‘‘রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। রাজ্য সরকার, রেল ও পুলিশের এখন একমাত্র লক্ষ্য উদ্ধারকাজ। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *