Sambad Samakal

ভারতে আসার প্রস্তুতি? নিয়োগ শুরু টেসলায়

Jun 3, 2021 @ 12:29 pm
ভারতে আসার প্রস্তুতি? নিয়োগ শুরু টেসলায়

জল্পনা ছিল। তাতে শিহমোহর দিয়েছিলেন স্বয়ং সিইও টেসলা প্রধান তথা ধনকুবের এলান মাস্ক। এবার ভারতে সংস্থার উচ্চপদে নিয়োগ শুরু করল ক্যালিফোর্নিয়ার বহু চর্চিত ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারক সংস্থা টেসলা। এর আগেই এলান মাস্ক ১৩ জানুয়ারি ট্যুইট করে বলেছিলেন প্রতিশ্রুতি অনুসারে টেসলা ভারতে পা রাখার প্রচেষ্টা শুরু করেছে। প্রথমে ভারতে বিপণন পরে উৎপাদনের কথাও ভাবছে টেসলা।
তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে খুব সন্তর্পনে ভারতে পা ফেলতে চায় এই মহার্ঘ্য গাড়ির সংস্থা। তারা প্রধানমন্ত্রীর বৈদ্যুতিন গাড়িতে জিএসটি পুনর্গঠনের ঘোষণার দিকেও লক্ষ্য রেখেছে। তাদের আশা বৈদ্যুতিন যান উৎপাদন ও বিক্রয়ে বেশ কিছু নতুন ছাড় দিতে পারে ভারত। আর এর প্রভাবে টেসলার মহার্ঘ্য গাড়ি খানিকটা মধ্যবিত্তের ধরা ছোঁয়ার মধ্যে আসবে বলে আশা বিপণন বিশেষজ্ঞদের। আর তখনই টেসলা জোর কদমে ভারতে আধিপত্য বিস্তারে এগিয়ে আসবে। তারই প্রস্তুতির অঙ্গ এই কর্মী নিয়োগ।

Related Articles