Sambad Samakal

করোনায় মৃত্যুতে আর্থিক সাহায্য দিতেই হবে, কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ শীর্ষ আদালতের

Jun 30, 2021 @ 6:36 pm
করোনায় মৃত্যুতে আর্থিক সাহায্য দিতেই হবে, কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ শীর্ষ আদালতের

করোনায় মৃত্যুতে আর্থিক সাহায্য দিতেই হবে। কেন্দ্রকে বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত। শুধু তাই নয়, এবিষয়ে কেন্দ্রকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশও দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের গাইডলাইন মেনে করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিতে পারবে না বলে গত শনিবার আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতেই এদিন শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণের তিন সদস্যের বেঞ্চের কড়া নির্দেশ, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। তবে সুর কিছুটা নরম করে ক্ষতিপূরণের অঙ্ক কেন্দ্রই ঠিক করবে বলে জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত করতে হবে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে।

Related Articles