Sambad Samakal

Covid Vaccine: নকল ভ্যাকসিন চেনার উপায় জানাল কেন্দ্র

Sep 5, 2021 @ 11:41 am
Covid Vaccine: নকল ভ্যাকসিন চেনার উপায় জানাল কেন্দ্র

অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জাল ভ্যাকসিন নিয়ে নড়েচড়ে বসল। দেশ জুড়ে নকল ভ্যাকসিনের রমরমা নিয়ে আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করেছিল। এতদিন পর বোধোদয় হলো কেন্দ্র সরকারের। শনিবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্য সরকারের জন্য একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে কিভাবে নকল ভ্যাকসিন চিহ্নিত করা যাবে তার উপায়ও বাতলে দিয়েছে।

ভ্যাকসিনের ভায়ালের গঠন, লেভেলের রং ইত্যাদি বেশ কিছু নির্দিষ্ট চিহ্ন ও লক্ষণ ও গুণ মিলিয়ে দেখতে রাজ্যগুলিকে একটি বিস্তারিত তালিকা পাঠিয়েছে। যার সাহায্যে নকল ভ্যাকসিন চিহ্নিত করা যাবে বলে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের দাবি।

বর্তমানে ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি নামে তিনটি ভ্যাকসিন চালু আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভ্য জানিয়েছেন আরও তিনটি ভ্যাকসিন শীঘ্রই দেশে আসতে চলেছে।

Related Articles