Sambad Samakal

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে অনলাইনে

Jun 10, 2021 @ 5:55 pm
আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে অনলাইনে

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজ, ১০ জুন, বৃহস্পতিবার। তাও আবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবেই এদিন সকলের নজর থাকবে আকাশের দিকে। এদিনের গ্রহণ দীর্ঘক্ষণ স্থায়ী হবে। যদিও ভারতের সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না। মহাজাগতিক এই দৃশ্য চাক্ষুষ করতে পারবে না কলকাতাবাসীও। তবে অনলাইনে সূর্যগ্রহণের লাইভ টেলিকাস্ট করার ব্যবস্থা করছে নাসা।
নাসা সূত্রে খবর, এদিন দুপুর ১টা বেজে ৪২ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা বেজে ৪১ মিনিটে। বিকেল ৪টে বেজে ১৬ মিনিটে বলয় গ্রাসের দেখা মিলবে। একেবারে ২৫ ডিগ্রি অবস্থানে দেখা যাবে সূর্য ও চাঁদকে। তবে সব জায়গা থেকে এই দৃশ্য দেখা যাবে না। কোথাও কোথাও পূর্ণ গ্রহণ দেখা গেলেও কিছু জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে। যেমন- রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডায় পূর্ণ বলয় দেখা যাবে। আংশিক বলয় দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশে, আলাস্কা ইত্যাদি অঞ্চলে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে আংশিক বলয় দেখা যাবে। ভারতেও সর্বত্র এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কেবল লাদাখের কিছু অংশ, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশ থেকে দেখা যাবে ‘রিং অফ ফায়ার’। তবে সকলকে এই মহাজাগতিক এই দৃশ্য দেখানোর জন্য নাসা, রয়্যাল অবজার্ভেটরি গ্রিনউইচ ইত্যাদি সংস্থার তরফে সূর্যগ্রহণের লাইভ সম্প্রচার করা হবে ইউটিউবে। এছাড়া nasa. gov/live এ সূর্যগ্রহণের লাইভ দেখা যাবে। দুপুর দেড়টার পর থেকে অনলাইনে চোখ রাখলেই বলয়গ্রাস সূর্যগ্রহণ সম্পূর্ণভাবে দেখা যাবে।

Related Articles