Sambad Samakal

Tollywood: এবার কর্ণসুবর্ণের গুপ্তধনের সন্ধান করবেন সোনাদা

Dec 31, 2021 @ 5:54 pm
Tollywood: এবার কর্ণসুবর্ণের গুপ্তধনের সন্ধান করবেন সোনাদা

সোমনাথ লাহা

বড় পর্দায় আবার ফিরছেন ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন ওরফে সোনাদা। সঙ্গে আবীর আর ঝিনুক। সেলুলয়েডে ফিরছে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবির নাম ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।

ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির সঙ্গে যে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকবে ইতিহাস আর অ্যাডভেঞ্চার, তা বলাই বাহুল্য। মুখ্য চরিত্রে যথারীতি রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। প্রযোজনায় এসভিএফ।

২০১৮ -তে মুক্তিপ্রাপ্ত ‘গুপ্তধনের সন্ধানে’-তে শাহ সুজার গুপ্তধনের সন্ধান মিলেছিল। তেমনই ২০১৯-এ মুক্তিপ্রাপ্ত ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এ যেমন সন্ধান মিলেছিল রাজা কৃষ্ণচন্দ্রের গুপ্তধনের, তেমনই পলাশীর যুদ্ধ, বাঙালির দুর্গাপুজোর সূচনার মতো ইতিহাসের দিকগুলিকে ছুঁয়ে দেখা হয়েছিল। আসলে দু’টি ছবিতেই বাংলার ইতিহাসের সঙ্গে খানিকটা রহস্য ও অ্যাডভেঞ্চারের মিশেল ঘটিয়েছিলেন পরিচালক। গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির হাত ধরে বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ইতিহাসে সেভাবে চর্চিত নয় সেই জায়গার কথাও মেলে ধরার কাজটা করেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবারে সোনাদার অ্যাডভেঞ্চারের নেপথ্যে রয়েছে বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। চলতি কথায় যাকে বলা হত কানসোনা। এবার সেখানকার গৌরবময় অধ্যায়‌ই উঠে আসবে ছবিতে।

প্রসঙ্গত, হিউয়েন সাঙের ভ্রমণকাহিনিতে শশাঙ্কের রাজধানীর উজ্জ্বল বিবরণ রয়েছে। অবস্থানগত দিক থেকে জায়গাটি ছিল মুর্শিদাবাদে। গুপ্তধন সিরিজের প্রথম দু’টি ছবি সফল হ‌ওয়ায় এবার ছবির ক্যানভাসটাকে আরও খানিকটা বড় করেছেন পরিচালক।

বাংলা সাহিত্যে-সিনেমায় গোয়েন্দার অভাব নেই। সোনাদা সেই জায়গায় বেশ আলাদা। সে গোয়েন্দা নয়, অধ্যাপক। সে গুপ্তধন খুঁজে বেড়ায় না, বরং কোথাও বেড়াতে গিয়ে বা কোন‌ও সূত্রে অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। সোনাদার সঙ্গে এই জার্নিতে সামিল হয় আবির ও ঝিনুক। আর এই তিন চরিত্রকে ঘিরে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালিয়ানা।

আপাতত চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির কাহিনি লিখেছেন পরিচালক স্বয়ং। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিচালনায় বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ এ ছবিটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। প্রসঙ্গত, এসভিএফের ব্যানারেই ধ্রুবর আর‌ও একটি ছবি ‘রঘু ডাকাত’ -এর ঘোষণা করা হয়েছে সম্প্রতি। সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব। তবে শোনা যাচ্ছে ওই ছবির প্রস্তুতি নিতে সময় লাগবে। তাই আগে শুরু হবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর শুটিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *