Sambad Samakal

Tollywood: ‘বাবা বেবি ও…’-র ট্রেলার শেয়ার করে বন্ধু যিশুকে কী বার্তা দিলেন চিরঞ্জীবী?

Jan 23, 2022 @ 9:57 pm
Tollywood: ‘বাবা বেবি ও…’-র ট্রেলার শেয়ার করে বন্ধু যিশুকে কী বার্তা দিলেন চিরঞ্জীবী?

সোমনাথ লাহা

সদ্য মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘বাবা বেবি ও…’ -র ট্রেলার। উইন্ডোজ এর ব্যানারে নির্মিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ‘বাবা বেবি ও…’-র মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নজর কেড়েছে ছবির ট্রেলার। ছবির ট্রেলার মুগ্ধ করেছে দর্শকদের। আর তাঁরা নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবির ট্রেলার শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। তারকার ফেসবুক প্রোফাইল ও টুইটার অ্যাকাউন্টে ঝলমল করছে ‘বাবা বেবি ও…’-র ট্রেলার।

চিরঞ্জীবী লিখেছেন, “মজা এবং আবেগে মোড়া এক বাংলা ছবির ট্রেলার শেয়ার করছি। ‘বাবা, বেবি ও…’। আমার বন্ধু যিশু সেনগুপ্তকে অনেক শুভেচ্ছা। সফল হোক ছবি।” দক্ষিণী সুপারস্টারের এহেন ব্যবহারে রীতিমতো আপ্লুত টিম ‘বাবা বেবি ও…’।

চিরঞ্জীবীর টুইটারের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ২৩ জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তীর দিন প্রকাশ্যে এলো ‘বাবা, বেবি ও…’ ছবির ট্রেলার। এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন সোলাঙ্কি রায়। ছবির কাহিনি আবর্তিত হয়েছে সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা হ‌ওয়া মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় (যিশু) -কে কেন্দ্র করে। ‘সিঙ্গল ফাদার’ মেঘ বিয়ে করতে চান না। কিন্তু সিঙ্গেল ফাদার মেঘ যখন দুই একরত্তিকে নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সেই সময় তাঁর সঙ্গে আলাপ হয় বৃষ্টির (সোলাঙ্কি)। ৪০বছর বয়সী মেঘ প্রেমে পড়েন বছর ২০-র যুবতী বৃষ্টির সঙ্গে। কিন্তু বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ।

ছবিতে যিশু এবং সোলাঙ্কি ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রেশমী সেন, বিদীপ্তা চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত-ঈশান। গান লিখেছেন বাংলাদেশের চমক হাসান। প্লে ব্যাক করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঈশান, চমক, শোভন গঙ্গোপাধ্যায়, সঞ্চারী সেনগুপ্ত।

ইতিমধ্যেই মুক্তি পাওয়া ছবির দু’টি গান বেশ জনপ্রিয় হয়েছে। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ রচয়িতা সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *