Sambad Samakal

Tonga: হিরোশিমার ১০০ গুণ ভয়ংকর! টোঙ্গার অগ্নুৎপাতের উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি নাসার

Jan 25, 2022 @ 12:48 pm
Tonga: হিরোশিমার ১০০ গুণ ভয়ংকর! টোঙ্গার অগ্নুৎপাতের উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি নাসার

সপ্তাহ খানেক আগেই ভয়াবহ অগ্নুৎপাত ও সুনামিতে বিপর্যস্ত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা। আর সেই ভয়াবহ অগ্নুৎপাতের উপগ্রহ চিত্র প্রকাশ করল নাসা। সমস্ত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীদের দাবি, টোঙ্গার অগ্নুৎপাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তা হিরোশিমায় পরমাণু বিস্ফোরণের তুলনায় কার্যত ১০০ গুণ।

হিরোশিমায় পরমাণু বিস্ফোরণের ফলে ১৫ কিলোটন টিএনটি শক্তি নির্গত হয়েছিল। যার প্রভাব বিশ্বের মানুষের অজানা নয়। আর টোঙ্গার সাম্প্রতিক অগ্নুৎপাতে নির্গত হয়েছে ৫ থেকে ৩০ মেগাটন টিএনটি। এই ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনায় কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টোঙ্গা। সমুদ্রের তলায় থাকা ফাইবার অপটিক্যাল লাইন সম্পূর্ণ ক্ষিতিগ্রস্ত হয়েছে। আবার আগের মত টোঙ্গা দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও বহু সময় প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *