Sambad Samakal

Tripura Civic Poll: ত্রিপুরায় সন্ত্রাসের আবহেও খাতা খুলল তৃণমূল

Nov 28, 2021 @ 6:19 pm
Tripura Civic Poll: ত্রিপুরায় সন্ত্রাসের আবহেও খাতা খুলল তৃণমূল

ত্রিপুরার পুর-নির্বাচনে ফের একবার গেরুয়া ঝড়। আগরতলা পৌরনিগম বামেদের হাত থেকে কার্যত ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। আগরতলা পৌরনিগমের ৫১টির মধ্যে সবকটি আসনই জিতে নিয়েছে বিজেপি। একটিও আসন দখল করতে পারে নি বাম-তৃণমূল-কংগ্রেস।

ত্রিপুরার পৌরসংস্থা, পুরসভা ও নগর পঞ্চায়েতের ৩৩৪টি আসনের মধ্যে বিজেপি একক ভাবে দখল করেছে ৩২৯টি আসন। বামপন্থীরা পেয়েছে ৩টি আসন। ১টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস ও অন্যান্যরা পেয়েছে ১টি আসন। প্রসঙ্গত, এর মধ্যে ১১২টি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গেরুয়া শিবির। মোট ১৩টি পুরসভার ১৩টিই ছিনিয়ে নিয়েছে বিজেপি। ৬টি নগর পঞ্চায়েতের সবকটিই পেয়েছে বিজেপি। আর এই ফলাফল নিয়ে অসন্তোষ ছেয়ে রয়েছে বিরোধী শিবিরে।

আগরতলার ৫১টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। বাকিগুলিতে বিজেপিকে টক্কর দিয়েছে বামেরা। আমবাসায় ১টি ওয়ার্ডে তৃণমূল, ১টি ওয়ার্ডে সিপিএম ও ১টি ওয়ার্ডে জিতেছে টিপ্রা মথা। সব মিলিয়ে দ্বিতীয় স্থানে বামেদের কড়া টক্কর দিয়েছে তৃণমূল। আর সমস্ত বিরোধীদের কার্যত গেরুয়া ঝড়ে উড়িয়ে দিতে সক্ষম হয়েছে বিপ্লব দেবের ত্রিপুরা বিজেপি। যদিও ভোটপ্রচার থেকে ভোটগ্রহণ প্রতিটি ক্ষেত্রেই শাসক বিজেপির বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বাম-তৃণমূল সহ সমস্ত বিরোধীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *