Sambad Samakal

Turkey Travel: তুরস্কে পর্যটকদের জন্য কোয়ারেন্টাইন বিধি শিথিল করল

Sep 5, 2021 @ 12:27 pm
Turkey Travel: তুরস্কে পর্যটকদের জন্য কোয়ারেন্টাইন বিধি শিথিল করল

তুরস্কে বেড়াতে গেলে যদি ভ্যাকসিন ডোজ নেওয়া থাকে তাহলে আর ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে না। তুরস্কের পর্যটন মন্ত্রক জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অনুমোদিত ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে আর পর্যটকদের বাধ্যতামূলক গৃহবন্দী থাকতে হবে না। ভারতে যারা কোভিশিল্ড ও স্পুটনিক ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের ১৪ দিন পর অনায়াসে তুরস্কে বেড়াতে যেতে পারেন। তবে আপাতত কোভ্যাক্সিন যারা নিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। হু কোভ্যাক্সিনের অনুমোদন দিলে তারা তুরস্কে ভ্রমন করতে পারবেন। তবে ভ্রমনের ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে।

সম্প্রতি বলিউডের চলচিত্রে তুরস্কের লোকেশনের প্রাধান্য পেয়েছে। সলমান খান ও ক্যাটরিনা কাইফ বর্তমানে তুরস্কের লোকেশনে তাঁদের নতুন ছবির শ্যুটিং করছেন।

Related Articles