Sambad Samakal

Economic Slowdown: মার্কিনী মন্দায় খাঁ-খাঁ সুপারস্টোর!

Jan 16, 2022 @ 8:52 pm
Economic Slowdown: মার্কিনী মন্দায় খাঁ-খাঁ সুপারস্টোর!

দুরন্ত সব মল আর সুপারস্টোর প্রবল অর্থনৈতিক মন্দার প্রভাবে ধুঁকছে। এক দিকে কর্মহীনতা, যথেষ্ট পরিমাণে কর্মীর অভাব আর ওমিক্রনের যুগপৎ আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বস্ত খুচরো ব্যবসা। যেসব দোকান আগে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী থরে থরে সাজানো থাকত সেখানে এখন বেশ ফাঁকা। এতে ক্রেতাদের অসন্তোষ বাড়ছে। অসন্তুষ্ট ক্রেতাদের অনেকেই টুইটারে বিভিন্ন দোকানের খালি শেল্ফের ছবি শেয়ার করে নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন।

করোনার কারণে যুক্তরাষ্ট্রে রিটেইলার বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দুধ, রুটি, মাংস ও বোতলজাত স্যুপের মতো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র মিলছে না। ফলে অসন্তুষ্ট ক্রেতারা টুইটারে ট্রেডার জো, জায়ান্ট ফুডস বা পাবলিক্সের মতো সুপারমার্কেট তথা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর খালি শেল্ফের ছবি টুইটারে শেয়ার করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পণ্য সরবরাহকারী কর্মী ও পরিবহনসংকট, বিরূপ আবহাওয়া ও মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে নিত্যপণ্যের ব্যবসায়ে মন্দা চলেছে। বিশেষ করে ওমিক্রনে আক্রান্ত হয়ে বহু কর্মী অসুস্থ হয়ে পড়ায় পণ্য পরিবহনের সংকট তীব্র হয়ে উঠেছে। এ খাতে কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে সারা দেশে ঠিকভাবে পণ্য সরবরাহ হচ্ছে না। তাই খুচরা বিপণীগুলির শেল্ফ শূণ্যই থেকে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *