Sambad Samakal

Vaccine: কোভিড টিকা নেওয়ার পর কোন পাঁচ উপসর্গে যেতেই হবে চিকিৎসকের কাছে?

Sep 22, 2021 @ 11:03 am
Vaccine: কোভিড টিকা নেওয়ার পর কোন পাঁচ উপসর্গে যেতেই হবে চিকিৎসকের কাছে?

কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর নানারকম শারীরীক উপসর্গ দেখা দিচ্ছে অনেকের মধ্যেই। গা হাত পা ব্যাথা থেকে জ্বর জ্বর ভাব সহ বেশ কিছু উপসর্গ মাথা চাড়া দিচ্ছে। তবে ২-৩ দিন পর ধীরে ধীরে কেটে যাচ্ছে সমস্যাও। বিশেষজ্ঞরা বলছেন, এইসব জ্বর, গা ব্যাথা, মাথা যন্ত্রণার মতো উপসর্গগুলো নিয়ে চিন্তার তেমন কিছু নেই। কিন্তু বিশেষ পাঁচ উপসর্গে কথা বলছেন তাঁরা, যে উপসর্গগুলো টিকা নেওয়ার ২০ দিনের মধ্যে দেখা দিলে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। সম্প্রতি টুইট করে এই বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

কোন কোন উপসর্গ চিন্তার কারণ?

১) শ্বাসকষ্ট

২) বুকে যন্ত্রণা

৩) বমি-বমি ভাব বা পেট-ব্যথা

৪) চোখে ঝাপসা দেখা ও
মাথার যন্ত্রণা

৫) শরীরের কোনও একটি অঙ্গ দুর্বল লাগা বা অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অথবা হাত-পা ফুলে যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *