Sambad Samakal

আজ থেকে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ শুরু, গাড়ি চলবে বিকল্প রুটে

Jun 14, 2021 @ 10:56 am
আজ থেকে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ শুরু, গাড়ি চলবে বিকল্প রুটে

আজ, সোমবার থেকেই শুরু হল অর্ধেক ভেঙে পড়া পোস্তা উড়ালপুল সম্পূর্ণ ভাঙার কাজ। যার ফলে যান চলাচলের বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙা হবে। কাজ চলবে ৪৫ দিন ধরে। ফলে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। তাই সোমবার থেকেই স্ট্র্যান্ড রোড-সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দ্বিমুখী যান চলাচলে রাশ টানা হয়েছে। বিকল্প পথে চলবে গাড়ি।
কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত বন্ধ থাকবে এমজি রোডে ট্রাম চলাচল। দক্ষিণমুখী গাড়ি যাবে নলিন শেঠ রোড হয়ে। জগন্নাথ ঘাট রোডে দ্বিমুখী যান চলাচল। ক্রস রোড নং ৫ পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দ্বিমুখী যান চলাচল করবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল বা বিবেকানন্দ ফ্লাইওভার। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের।  সেই উড়ালপুল ৪ ধাপে ভাঙা হবে। তার ফলে বিকল্প রুটে যান চলাচল করবে। 

Related Articles