Sambad Samakal

Wild Life Corridor: এশিয়ার বৃহত্তম ও উচ্চবন্যপ্রাণ করিডর হতে চলেছে দেশের কোথায়?

Dec 5, 2021 @ 7:10 pm
Wild Life Corridor: এশিয়ার বৃহত্তম ও উচ্চবন্যপ্রাণ করিডর হতে চলেছে দেশের কোথায়?

এশিয়ার মধ্যে বৃহত্তম ও উচ্চতম বন্যপ্রাণ করিডর তৈরি হতে চলেছে ভারতে। সভ্যতার স্বার্থে নগরায়ণ যত বাড়ছে, ততই বন্যপ্রাণের সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে। প্রতিবছর পথ-দুর্ঘটায় প্রাণ হারায় হাজার হাজার বন্যপ্রাণী। এই সমস্যার সমাধান বিশেষ বন্যপ্রাণ করিডর তৈরি হচ্ছে দেরাদুনে। গতকালই প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের শিলান্যাস করেছেন।

গনেশপুর থেকে দেরাদুন পর্যন্ত ১৬ কিলোমিটারের এই করিডরে থাকছে পশুদের চলাচলের জন্য একাধিক বন্যপ্রাণ পাশ। রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। এছাড়া ৫০০ মিটার ব্যবধানে রাস্তার দুপাশে ৪০০টি জলাধার তৈরি করা হবে। গ্রীষ্মের সময় যা বন্যপ্রাণীদের জলের চাহিদা মেটাবে। এই করিডর উদ্বোধন হলে, এটিই হবে এশিয়ার বৃহত্তম ও উচ্চতম বন্যপ্রাণ করিডর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *