Sambad Samakal

তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত! অনুব্রতর সঙ্গে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কী জানালেন অভিনেতা?

Jul 30, 2021 @ 10:54 pm
তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত! অনুব্রতর সঙ্গে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কী জানালেন অভিনেতা?

আচমকাই অনুব্রত গড়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বোলপুরে সার্কিট হাউসে হাজির হয়ে শুধু দেখাই নয়, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে টানা প্রায় দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকও করলেন অভিনেতা। একসঙ্গে সারলেন মধ্যাহ্নভোজও। শুক্রবারের এই ঘটনায় সবমিলিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন অভিনেতা পরম?

এদিন দুপুরে আচমকাই বোলপুর সার্কিট হাউসে পৌঁছন পরমব্রত। সেখানে তখন ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বিধায়ক অভিজিৎ সিংহ, বীরভূমের জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় এবং মহম্মদবাজার থানার ওসি মহম্মদ আলি। সকলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পরম। এরপর মধ্যাহ্নভোজ। এদিকে, ততক্ষণে খবর পেয়ে হাজির হয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তাঁদের প্রশ্নের উত্তরে অবশ্য পরমব্রত জানান, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রয়োজনে বোলপুরে এসেছিলাম। তাই অনুব্রতবাবুর সঙ্গে দেখা করে গেলাম। কুশল বিনিময় করলাম, খাওয়া-দাওয়াও হল।’ তৃণমূলে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে অভিনেতার কৌশলী জবাব, ‘কোথাও যোগ দেওয়ার জল্পনা নেই, আবার যোগ না দেওয়ারও জল্পনা নেই।’ এরপর তিনি বলেন, ‘সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ভাবনা আপাতত আমার নেই।’ মুখে কুলুপ এঁটেছেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বও।

Related Articles