Sambad Samakal

মা-বাবা সহ পরিবারের চার জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ, গ্রেফতার

Jun 19, 2021 @ 4:35 pm
মা-বাবা সহ পরিবারের চার জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ, গ্রেফতার

মা-বাবা সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠল বাড়িরই ছোট ছেলের বিরুদ্ধে। মালদার কালিয়াচক থানা এলাকার ঘটনা। শনিবার মাটি খুঁড়ে ওই দেহগুলি উদ্ধার করার কাজ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচকের পুরাতন ১৬ মাইল গ্রামের গুরুটোলা এলাকায় মাস চারকের পুরনো এই খুনের ঘটনায় শুক্রবার আসিফ মেহবুব ওরফে অনান নামে বছরের ১৯-এর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত আসিফ জেরায় জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি সে তার মা, বাবা, বোন ও দিদাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে বাড়ির লাগোয়া গুদাম ঘরে পুঁতে দেয়। বড় ভাইকেও খুনের হুমকি দিয়েছিল। কিন্তু তিনি কলকাতায় পালিয়ে যান। সেই বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আসিফকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহিসাবি খরচ করত আসিফ। বাবাকে চাপ দিয়েও টাকা আদায় করত সে। তার জন্য তার বাবাকে প্রচুর সম্পত্তি বিক্রিও করতে হয়েছে। বেশিরভাগ সময়ই বিচ্ছিন্ন হয়ে থাকত। তার ঘর থেকে ল্যাপটপ, একাধিক ফোন, সাউন্ড সিস্টেম, টিভি, সিসি ক্যামেরা সমেত-বহু অত্যাধুনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। নিজের বাড়িতেই ল্যাব তৈরি করেছিল সে। কিন্তু এই বয়সে ঠিক কী কারণে তার এত টাকা প্রয়োজন হত, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে একবার পালিয়েও গিয়েছিল। কয়েকদিন পর তার খোঁজ মেলে। ল্যাপটপ কিনে না দেওয়ার অভিমানেই সে বাড়ি থেকে পালিয়েছিল বলে দাবি করেছিল আসিফ। সে সময় পুলিশ বাবা-মাকে তার উপর নজর রাখারও পরামর্শ দিয়েছিল। কোনও একটি গবেষণামূলক কাজ করতে চেয়েছিল আসিফ। সম্পত্তি সংক্রান্ত বিবাদ? নাকি অন্য কোনও কারণ রয়েছে এই খুনের নেপথ্যে তা নিয়ে ধন্দে পুলিশ। পাশাপাশি ধৃত যুবকের দাদা এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন, তা নিয়েও তদন্ত করছে পুলিশ।

Related Articles