Sambad Samakal

দিল্লি গিয়ে রাষ্ট্রপতির কাছে ধনকরের বিরুদ্ধে নালিশ জানাবেন মমতা

Jul 15, 2021 @ 7:42 pm
দিল্লি গিয়ে রাষ্ট্রপতির কাছে ধনকরের বিরুদ্ধে নালিশ জানাবেন মমতা

কেন্দ্রকে বারবার বলেও কাজ হয়নি। এবার তাই রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে নালিশ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ২৫ জুলাই চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সফরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তিনি। এই সফরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যে আরও বেশি পরিমাণে ভ্যাকসিন পাঠানোর আর্জিও জানাবেন।
রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বহুদিন ধরেই তাঁর অপসারণের দাবি জানিয়ে আসছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে কেন্দ্রকে ৯টি চিঠি দিয়েছেন। কিন্তু কোনও ফল হয়নি। তৃণমূলের তরফে সাংসদ সুখেন্দু শেখর রায় ও মহুয়া মিত্র বাংলায় রাজ্যপাল অপসারণের দাবি নিয়ে এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেন। এবার আসরে নামছেন খোদ মমতা। নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে মমতা রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ ও ‘অসাংবিধানিক’ আচরণের উদাহরণ তুলে ধরে অভিযোগ জানতে চলেছেন মমতা।

Related Articles