কোভিড পরবর্তী অসুস্থতা হিসাবে অন্য অনেক জটিল রোগের মতোই মাথা চারা দিচ্ছে ডায়াবেটিস। শুধু তাই নয়, গবেষণা বলছে, নতুন করে ডায়াবেটিসে আক্রান্তের প্রায় ২৫ শতাংশই কোভিড জয়ী। কোভিড পূর্ববর্তী দু’বছরের নথির সঙ্গে করে এমনটাই দাবি করছেন অ্যাপোলো ইন্দ্রপ্রস্থের এন্ডোক্রিনোলজিস্টরা।
চিতিৎসকরা বলছেন, কোভিড-১৯ ও ডায়াবেটিসের মিলিত প্রভাবে রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যায়। কারণ, শরীরের অন্যান্য অঙ্গের মতোই প্যাংক্রিয়াসের বিটা সেলেও রয়েছে এসিই-২ রিসেপ্টর। ফলে করোনা ভাইরাস এখানেও আঘাত হানছে। এবং বিটা কোষের ক্ষতি করছে। যার ফলে শরীরের স্বাভাবিক ইনসুলিন ক্ষরণ কমে যাচ্ছে। তবে এই ক্ষতি কিন্তু করোনা আক্রান্ত সব রোগীর শরীরে হচ্ছে বা একই মাত্রায় হচ্ছে, তেমনটা নয়। সেকারণেই করোনা যুদ্ধ জয়ের পর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ২৫ শতাংশে আটকে আছে।
করোনাকালীন স্ট্রেস ও রোগ চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের প্রভাবেও রক্তে গ্লুকোজের মাত্রার হেরফের ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের কথায়, করোনার জেরে এভাবেই একজন নন ডায়াবেটিক প্রি ডায়াবেটিকে এবং প্রি ডায়াবেটিক ডায়াবেটিস রোগীতে পরিণত হতে পারেন।