Sambad Samakal

Booster Dose: জনসনের বুস্টার ডোজ দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত

Dec 31, 2021 @ 12:18 pm
Booster Dose: জনসনের বুস্টার ডোজ দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চালানো একটি গবেষণার পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সরকার এ সংক্রান্ত একটি গবেষণা বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে জনসনের টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর ওমিক্রনের বিরুদ্ধে। শুধু তাই নয় ওমিক্রনের উৎপত্তি স্থল হিসেবে দক্ষিণ আফ্রিকা চিহ্নিত হয়েছে ফলে বুস্টার ডোজের সাফল্য খানিকটা স্বস্তি বয়ে এনেছে চিকিৎসক মহলে।

এই গবেষণার অঙ্গ হিসেবে দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্য কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই কর্মীরা জনসনের তৈরি টিকা নিয়েছিলেন। এক ডোজের এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *