দলীয় অনুশাসন না মানায় পদ গেল রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুলুর। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শনিবার পুরসভার প্রধান ডাঃ পল্লব দাস এক বিজ্ঞপ্তি জারি করে উপপুরপ্রধানকে অপসারণ করার কথা জানান। বলে দেন, আজ থেকেই উপপুরপ্রধানের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। গত পুরভোটের পর ভুলুকে উপপুরপ্রধানের দায়িত্ব দেওয়া নিয়েও অনেক টানাপড়েন ছিল। কিন্তু দলের দীর্ঘদিনের নেতা ভুলুকে টিকিট দেওয়া থেকে শুরু করে পদ দেওয়া নিয়েও শীর্ষ নেতৃত্বের একাংশের সমর্থন ছিল। কিন্তু পদে বসার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই শুরু হয়। খেলার মাঠ, জয়হিন্দ অডিটোরিয়াম থেকে অ্যাসেসমেন্টের দ্বায়িত্ব নিয়ে লড়াই শুরু হয়। দিন কয়েক আগে পুরসভার এক পদাধিকারির নতুন নিয়োগ নিয়ে প্রকাশ্যে বিবাদ হয়। শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ যায়, পুরপ্রশাসন পরিচালনায় ব্যাঘাত ঘটাচ্ছেন ভুলু। এমনকী সরকারি ফাইল তিনি বাড়ি নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ যায় রাজ্য নেতৃত্বের কাছে। পুরবোর্ডের অধিকাংশ কাউন্সিলর ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা দেন। সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েন উপপুরপ্রধান। এদিনই আচমকা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ আছে পুরপ্রধানের কাছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান ডা. পল্লব দাস। যদিও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও এবিষয়ে মোফারজল হোসেনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
editor