Sambad Samakal

KMC: জলমগ্ন কলকাতা, মোকাবিলায় কী ব্যবস্থা?

Sep 20, 2021 @ 11:13 am
KMC: জলমগ্ন কলকাতা, মোকাবিলায় কী ব্যবস্থা?

শনি ও রবিবার নিম্নচাপের বৃষ্টি, বিশেষ করে রবিবার রতভরের বৃষ্টিতে বেহাল দশা শহর কলকাতার। সোমবার সকাল থেকেও একটানা বৃষ্টি পড়েই চলেছে। জলমগ্ন শহরের একাধিক রাস্তা। জমা বলে শহরবাসীর দুর্ভোগ এড়াতে তাই তৎপর হল কলকাতা পুরসভা (KMC)।

পরিস্থিতি মোকাবিলায় পুরসভার তরফে গঙ্গার সমস্ত লকগেট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, ৭৬টি পাম্পিং স্টেশনের সাড়ে চারশোরও বেশি পাম্প চালিয়ে জল নামানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পরিস্থিতির ওপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছে পুরসভা।

Related Articles