Sambad Samakal

Weather: কতটা বৃষ্টি হবে আজ সারাদিন, জানাল আলিপুর আবহাওয়া দফতর

Sep 20, 2021 @ 10:03 am
Weather: কতটা বৃষ্টি হবে আজ সারাদিন, জানাল আলিপুর আবহাওয়া দফতর

সপ্তাহের প্রথম কাজের দিনই আলিপুর আবহাওয়া দফতর কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের জন্য খারাপ খবর দিল। পূর্বাভাস , সারাদিন মেঘলা আকাশ । কলকাতায় দফায় দফায় বৃষ্টি হবে । হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উপকূলের জেলাসহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির জোর সম্ভাবনা । তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প দক্ষিনবঙ্গে ঢুকছে। সেখান থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে রাত থেকে।
কলকাতায় ভোর রাত থেকেই মেঘলা আকাশ প্রবল বৃষ্টি হচ্ছে। বেলা বাড়লেও আকাশের মুখ ভার। সারাদিনই বৃষ্টির সম্ভাবনা দফায় দফায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি ছিল। হালকা হিমেল হাওয়া ছিল ভোরে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিকের নিচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 99 শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১১৭ মিলিমিটার। কলকাতার বহু এলাকায় দেড় থেকে দু’ফুট জল জমেছে। দুর্ভোগ মাথায় নিয়ে রাস্তায় নেমেছেন শহরবাসী।

Related Articles