Sambad Samakal

Weather: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথায়?

May 21, 2023 @ 8:05 am
Weather: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ফের জারি তাপপ্রবাহের সতর্কতা, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথায়?

রবিবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ফের ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, দু’ই চব্বিশ পরগনা সহ আশেপাশের জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, মালদা সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles