লোকসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে ফের চমক! বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া জোটে যোগ দিলেন অজয় এডওয়ার্ড। একইসঙ্গে সাসরি কংগ্রেসে নাম লেখালেন গোর্খা নেতা মুনিশ তামাং।
সম্প্রতি বিনয় তামাংয়ের কংগ্রেস যোগের পর থেকেই পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। একপ্রকার বিমল গুরুংয়ের সঙ্গে পরামর্শ করেই ইন্ডিয়া জোটের হাত ধরলেন অজয় এডওয়ার্ড। ফলে পাহাড়ে গেরুয়া শিবিরের দাবি ক্রমম দুর্বল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।