Sambad Samakal

বিকালে বৃষ্টি নামলেও গরম বাড়বে

Jun 7, 2021 @ 5:29 pm
বিকালে বৃষ্টি নামলেও গরম বাড়বে

কেরলে বর্ষা ঢুকলেও প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে সকাল থেকেই দাবদাহে নাজেহাল হলেও দিনের শেষে প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি মিলবে। গত দুদিনের পর সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপমাত্রার পারদ ৪০-এর কোটা না পেরোলেও অত্যধিক আর্দ্রতার জন্য গরম আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles