Sambad Samakal

অ্যান্টিবডি তৈরিতে কোভিশিল্ড এগিয়ে কোভ্যাক্সিনের চাইতে: গবেষণা

Jun 7, 2021 @ 11:36 am
অ্যান্টিবডি তৈরিতে কোভিশিল্ড এগিয়ে কোভ্যাক্সিনের চাইতে: গবেষণা

সাধারণ মনে দীর্ঘদিন ধরেই চলছিল চুলচেরা বিশ্লেষণ। আইসিএমআর এবং ভারত বায়েটেকের উৎপাদন দেশজ ভ্যাকসিন নিয়ে বেশ সংশয় কাজ করছিল। ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হওয়াল আগেই জরুরি প্রয়োগের অনুভোদন মিললেও অনেকেই সন্দিহান ছিলেন কোভ্যাক্সিন নিয়ে। এবার উঠে এল নতুন তথ্য। করোনাভাইরাস ভ্যাকসিন-ইনডিউস্ড অ্যান্টিবডি টাইটার (কোভ্যাট) নামে একটি গবেষণা দেশ জুড়ে সম্প্রতি শেষ হয়েছে। আর এই গবেষণার ফল আবারও সেই পুরনো বিতর্ক উস্কে দিল। দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যকর্মীদের উপর এই গবেষণা চলে। তাতে দেখা গেছে যে সব স্বাস্থ্যকর্মী কোভিশিল্ডের দু’টি ডোজ পেয়েছেন তাদের দেহে কোভ্যাক্পিনের তুলনায় অ্যান্টিবডি তৈরির পরিমান বেশি। গবেষকদের মতে দু’টি ভ্যাকসিনই বেশ ভালো কাজ করছে ভারতীয় জল হাওয়ায়। তবে কোভিশিল্ড দু’টি ডোজ যারা নিয়েছেন তাদের দেহে সেরোপজেটিভিটি রেট এবং মেডিয়ান অ্যান্টি স্পাইক অ্যান্টিবডির পরিমান ঢের বেশি তৈরি হচ্ছে। দেশের ৫৫২ জন স্বাস্থকর্মীর উপর গবেষণা করে দেখা গেছে কোব্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড যারা নিয়েছেন তাদের সেরোপজেটিভিটি অনেকটাই বেশি। যাদের উপর এই গবেষণা চালানো হয়েছে দেখা হয়েছে তাদের পূর্বে কোভিড পজেটিভ হওয়ার কোনো প্রমান ছিল না। এই গবেষণার পর কোভ্যাক্সিনের চাহিদা কমতে পারে বলে অনেক স্বাস্থকর্মীই আশঙ্কা করছেন।

Related Articles