Sambad Samakal

CBI and ED: কেন্দ্রের নতুন অধ্যাদেশে ২ থেকে বেড়ে ৫ বছর হল সিবিআই, ইডির প্রধানদের মেয়াদ

Nov 14, 2021 @ 8:31 pm
CBI and ED: কেন্দ্রের নতুন অধ্যাদেশে ২ থেকে বেড়ে ৫ বছর হল সিবিআই, ইডির প্রধানদের মেয়াদ

এতদিন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সিবিআই ও ইডির প্রধানরা সর্বোচ্চ ২ বছর ওই পদে থাকতে পারতেন। রবিবার একটি অধ্যাদেশ জারি করে সেই নিয়ম বদলে দিল মোদি সরকার।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, এখন থেকে সিবিআই বা ইডি’র প্রধান হিসেবে আরও অতিরিক্ত ৩ বছর থাকতে পারবেন কোনও ব্যক্তি। ২ বছরের কার্যকাল শেষ হওয়ার পরে, ১ বছর করে সর্বোচ্চ ৩ বছর তাঁদের কাজের মেয়াদ বাড়াতে পারবে কেন্দ্র। ইতিমধ্যেই এই অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সম্প্রতি ইডি’র ডিরেক্টর সঞ্জয় মিশ্রের কার্যকালের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আর তার মধ্যেই নতুন অধ্যাদেশ লাগু করে দিল কেন্দ্রীয় সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *