Sambad Samakal

Abhishek: তৃণমূল চোখরাঙানিকে ভয় পায় না, আগরতলায় প্রত্যয়ী অভিষেক

Jun 20, 2022 @ 12:06 pm
Abhishek: তৃণমূল চোখরাঙানিকে ভয় পায় না, আগরতলায় প্রত্যয়ী অভিষেক

“আজকের তৃণমূল কোনও চোখরাঙানিকে ভয় পায় না”, আগরতলা থেকে সোমবার এমনই প্রত্যয়ী বক্তব্য রাখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওরা যতই অত্যাচার করুক, মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। সুরমায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় একটি ৫/৭ বছরের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল আপনার বাচ্চার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। আমি আজই ওই এলাকায় সভা করতে যাব।”

এর সঙ্গেই অভিষেক বলেন, “ত্রিপুরায় লড়াইটা বিজেপি বনাম তৃণমূল নয়। লড়াইটা ত্রিপুরার জনগনের সঙ্গে বিজেপির। এই লড়াইয়ে তৃণমূলের কংগ্রেসের প্রতিটা সৈনিক আপনার পাশে রয়েছে।”

Related Articles