ভরদুপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি! আহত অন্তত ২! তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে! জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখে কাপড় বাঁধা ২/৩ জন যুবক পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের ঘরে যাওয়ার চেষ্টা করে। সেই সময়েই আচমকা পকেট থেকে বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। প্রাণভে টেবিলের তলায় লুকিয়ে পড়েন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। ৫/৬ রাউন্ড গুলিতে অন্তত ২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশবাহিনী। প্রবল উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।