Sambad Samakal

Weather: উত্তরে দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণে বাড়বে তাপমাত্রার পারদ?

Oct 11, 2022 @ 9:52 am
Weather: উত্তরে দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণে বাড়বে তাপমাত্রার পারদ?

রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে ভূমিধসের সতর্কতাও। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। ফলে বেশ কয়েক ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

Related Articles