তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। আর তারপরেই এদিন তাঁর নাম করে তীব্র আক্রমণ করলেন মমতা।
এদিন বিষ্ণুপুরের জনসভা থেকে মমতা বলেন, “আমি নাকি রামকৃষ্ণ মিশনকে অপমান করেছি। আমি কেন কোনও প্রতিষ্ঠানের নাম করে অওমান করব। আমি দু-এক জন ব্যক্তির কথা বলেছি। এই কার্তিক মহারাজ ভোটের আগে রেজিনগরে অশান্তি লাগানোর মূল হোথা ছিলেন। তৃণমূলের এজেন্ট পর্যন্ত বসতে দেননি। ওখানে ওনার একটা আশ্রম আছে। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। তাতে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু বিজেপির সিম্বল নিয়ে করুন।”