Sambad Samakal

Election Result: মোদির রাজ্যে অব্যাহত গেরুয়া ঝড়, হিমাচলে কংগ্রেসেই ভরসা আম জনতার

Dec 8, 2022 @ 7:59 pm
Election Result: মোদির রাজ্যে অব্যাহত গেরুয়া ঝড়, হিমাচলে কংগ্রেসেই ভরসা আম জনতার

বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটগণনায় কার্যত মিলে গেল সমীক্ষার পূর্বাভাস। গেরুয়া ঝড়ে ভর করে লাগাতার সপ্তম বার গুজরাটে সরকার গঠনের পথে পদ্ম শিবির। আর অন্যদিকে নাড্ডার রাজ্য হিমাচলে কংগ্রেসের হাতের ওপরেই ভরসা রাখলেন আম জনতা।

গুজরাটে ১৫৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি। আর কংগ্রেস ৭৮টি আসন থেকে নেমে এসেছে ১৭টি আসনে। গেরুয়া ঝড়ের মধ্যেও বদগাম থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেওয়ানি। পদ্ম শিবিরের হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলও। এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে বিরাট সুযোগ পেয়েও তাকে ভোটের সংখ্যায় রূপান্তরিত করতে ব্যর্থ হল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

অন্যদিকে, হিমাচলে কার্যত জোর টক্কর হয়েছে হাত ও পদ্ম শিবিরের মধ্যে। বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জিতলেও, বিজেপি সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচলে কংগ্রেস জন পেয়েছে বড় মার্জিনে।
হিমাচলে ১৯টি আসন কমেছে বিজেপির। ৬৮টি আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় কংগ্রেস ৪০টি আসন জিতেছে।

Related Articles