Sambad Samakal

পয়লা এপ্রিল ভোট বাক্সে ওদের এপ্রিল ফুল করুন: নন্দীগ্রামে মমতা

Mar 9, 2021 @ 5:58 pm
পয়লা এপ্রিল ভোট বাক্সে ওদের এপ্রিল ফুল করুন: নন্দীগ্রামে মমতা

ভোট বিভাজন রুখতে মরিয়া মমতা

নন্দীগ্রামে নির্বাচনে লড়তে এসে প্রথম কর্মীসভায় ধর্মীয় বিভাজন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তদশ বিধানসভা নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম। দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র ছেড়ে মমতা এবার তাঁর আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে লড়তে আসার পর থেকেই জল্পনা চলছিল ভোট বিভাজন নিয়ে। প্রধান প্রতিপক্ষ একদা নন্দীগ্রামে মমতার সেনাপতি শুভেন্দু অধিকারী এই ধর্মের ভিত্তিতে ভোট বিভাজনকেই পাখির চোখ করেছেন তা বুঝিয়ে দিতেই নন্দীগ্রামে আজ অনেক বেশি ‘ধার্মিক’। টানা চার মিনিট চন্ডী স্তোত্র আওড়ালেন। শিব চতুর্দশীতে নন্দীগ্রামে পুজোও করবেন। কাল হলদিয়ায় মনোনয়ন পেশ করার আগে আজ নন্দীগ্রামে সিংহবাহিনী মন্দিরে পুজোও দেন মমতা।
সব মিলিয়ে ভোট বিভাজন ঠেকাতে মরিয়া মমতা আজ এক নতুন রূপে নন্দীগ্রামের মানুষের সামনে এলেন।

Related Articles