সাময়িক স্বস্তি! ভোটের মুখে ফের কমল রান্নার গ্যাসের দাম! জানা যাচ্ছে, আজ ১ মে অর্থাৎ বুধবার সকাল থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপ্রতি ১৯ টাকা করে দাম কমানো হয়েছে। কলকাতা, মুম্বই, দিল্লি সহ সমস্ত মেট্রো শহরেই দাম কমেছে বলে খবর।
দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ১৯ টাকা কমে হয়েছে ১ হাজার ৭৬৪.৫০ টাকা। তবে কলকাতায় সিলিন্ডারপ্রতি দাম কমেছে ২০ টাকা করে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ টাকা।